৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত, ময়মনসিংহ ময়মনসিংহে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ আহত ,গ্রেপ্তার-৪
২৭, অক্টোবর, ২০১৯, ১১:৪৫ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন . কমঃ

ময়মনসিংহে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে এক পুলিশ সদস্য। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় মহানগর যুবদলের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন শাকিলসহ ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রোকন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট .দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে দলীয় কার্যালয় দখল করে কেক কাটে যুবদল। এর কিছুক্ষন পর মহানগর যুবদলের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সমানে সমাবেশ করে যুবদলের একাংশ। এ সময় পৃথক ভাবে একই কর্মসূচী পালনের জন্য দলীয় কার্যালয়ের ভেতরে অপেক্ষমান ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু গ্রুপের সমর্থকরা। এ সময় পুলিশ পরিস্থিতি বিবেচনায় দ্রুত অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানালেও যুবদল নেতা শাকিল বক্তব্য র্দীর্ঘ করায় সংগঠনের সভাপতি টুটু পক্ষের সমর্থকরা ক্ষিপ্ত হলে দু’পক্ষের মাঝে বিচ্ছিন্ন সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ছুঁড়া ইটের আঘাতে রক্তাক্ত আহত হন পুলিশ সদস্য আবু হানিফ(৩০)সহ বেশ কয়েক জন যুবদল নেতা-কর্মী ও সমর্থক।

এ ঘটনায় হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা। তবে অপ্রত্যাশিত এ সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালনে বেকাদয় পড়ে যান জেলা উত্তর যুবদলের নেতা-কর্মীরা। পরে তারা দলীয় কার্যালয়ের ভেন্যু পরিবর্তন করে নগরীর চরপাড়া এলাকায় সংগঠনের সভাপতি ভিপি শামছুল হক শামছুু এবং সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী করেছে জেলা উত্তর যুবদল।

কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মহানগর যুবদলের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন শাকিলসহ ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরে বলা যাবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।