১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র হাতে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
২৩, ডিসেম্বর, ২০২০, ৪:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা পুলিশের হয়ে একের পর এক সাফল্য বয়ে আনছে। ভাবমুর্তি উজ্জল হচ্ছে ময়মনসিংহ পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম তাহসিন আহম্মেদ শাওন। ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় তার (ওসি ডিবি) তত্বাবধানে এসআই মোঃ আলাউদ্দিন, এএসআই প্রদীপ চন্দ্র দাস, এএসআই গোলাম রসুলসহ অন্যান্যরা মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাগডহর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেফতার করা হয়। সে ভালুকার পাবলিক হল রোড (বাসষ্ট্যান্ড) শিমুলতলা রহুল আমিন খানের ছেলে বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অন্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।