১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র হাতে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
২৩, ডিসেম্বর, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় ৩ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশ নিয়মিত অভিযান করে আসছে। মঙ্গলবার রাতে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুক্তাগাছা পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের মধ্যে নাজমুল হাসান ও নাইমুল হাসান নাঈম দুই ভাই। তাদের পিতার নাম মোস্তাফিজুর রহমান এবং আশু। তাদের বাড়ি ননদীগ্রামে। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।