শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের সূর্যসেনা জনসংগঠন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উরফা ইউনিয়নের বারমাইসা বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে একইস্থানে এক সাধারন সভায় নির্বাচিত খাইরুল আলম খাজাকে সভাপতি এবং এইচ.এম শেখ ফরিদকে সাধারন সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তাছাড়া এসময় ১৮ জন সাধারন সদস্য নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি জামিরন বেগম, সহ সাধারন সম্পাদক কমলা বেগম, কোষাধ্যক্ষ রেহেনা পারভীন, নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কাজী, অডিট বিষয়ক সম্পাদক ওয়াহাব মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিউলি বেগম ও মহিলা বিষয়ক সম্পাদক মোছা. লাইলি বেগম।
উল্লেখ্য, সভাপতি ও সাধারন সম্পাদক পদে ২ জন করে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সভাপতি পদে খাইরুল আলম খাজা ১২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নুশেদা বেগম পেয়েছেন ৬ ভোট। সাধারন সম্পাদক পদে এইচ.এম শেখ ফরিদ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াহাব পেয়েছেন ৫ ভোট। এ নির্বাচনে ২২ ভোটের মধ্যে ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।