চীফ রিপোর্টারঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চার দানবের বিরুদ্ধে লড়ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চন্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শনিবার (২৬ অক্টোবর) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি- এই চারটি দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। এসব দানব নির্মূলে আমাদের অভিযান চলছে, এ অভিযান চলমান থাকবে। যারা নোংরা রাজনীতি করে, টাকা পেছনে দৌড়ায় তাদের আপনারা পরিহার করুন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামাদ সরকার, সিটি কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন প্রমুখ।