বিনোদন তথ্যপ্রতিদিন
এ প্রজন্মের অন্যতম কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য গান লেখেন তিনি।
সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলি নিয়ে গান লিখেছেন খালিদ। ‘দেওয়ালি, দীপাবলি’ শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন মাহবুবুল এ খালিদ। আর কণ্ঠে ধারণ করেছেন নন্দিতা।
দীপাবলির ঠিক একদিন আগে শনিবার গানটি মাহবুবুল এ খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (িি.িশযধষরফংধহমববঃ.পড়স)-এ মুক্তি দেয়া হয়েছে। মিউজিক ট্র্যাকের পাশাপাশি সেখানে শ্রোতাদের জন্য গানটির রিংটোনও রয়েছে।
এ প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, রাবণকে বধ করে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরা উপলক্ষে এ উৎসবের সূচনা হয়েছিল। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়ন ও লক্ষ্মীর আগমনের প্রতীক। ‘দেওয়ালি, দীপাবলি’ গানটির মাধ্যমে এ উৎসবের মাহাত্ম তুলে ধরা হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।
উল্লেখ্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবসহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়ে মাহবুবুল এ খালিদ গান লিখে আসছেন। তার গানে রয়েছে শান্তি-সম্প্রীতির বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা তার গান ব্যাপক প্রশংসিত হয়েছে।