ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনাসহ মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শনিবার সন্ধ্যায় ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মল্লিকবাড়ী থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আশরাফ আলী ওরফে আরছুব আলীকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন লাখপুর বাজার থেকে ময়মনসিংহ নান্দাইল থানার মামলা নং-২৬(০৩)২০২০ এর ডাকাতি মামলার আসামী কাজল বেপারীকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল