স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩ নং ওয়ার্ডের ব্যস্ততম হামিদ উদ্দিন রোডে কতিপয় সরকারী রাস্তার জায়গা দখল করে ম্যাপকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করছে, যার ফলে রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। এমতাবস্থায় শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানবাহন চলাচল সহ সর্বসাধারণের চলাফেরায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
উক্ত বিষয়ে অত্র রোডের স্থায়ী বাসিন্দা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম সহ রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, এলাকায় বসবাসকারী ভুক্তভোগী জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এদের অবৈধ দখল উচ্ছেদ সহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকার স্থানীয় বাসিন্দাদের একটাই অভিযোগ, সরকারী রাস্তার জায়গা বেদখল করে সরকারের ম্যাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এহেন জঘন্য কাজটি করে উক্ত এলাকার বাসিন্দাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছেন।
এলাকার বাসিন্দা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: সোহেল উদ্দিন তথ্য প্রতিদিনকে বলেন, সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার যতটুকু জায়গা রয়েছে সেই জায়গায় যদি অবৈধ কোন দেয়াল নির্মাণের অপচেষ্টা করে আমরা সেটি সামাজিকভাবে প্রতিহত করব।
নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার বাসিন্দারা তাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর দৃষ্টি আকর্ষণ করেছেন যেন অবিলম্বে সরকারি ম্যাপ মোতাবেক সমস্ত অবৈধ স্থাপনা ও দেয়াল ভেঙে সরকারি ভূমি আত্মসাতের অবৈধ কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটান।