স্টাফ রিপোর্টার : আগামী ১লা জানুয়ারী ২০২১ জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি, ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ সারাদিনব্যাপী ব্যাপক সূচী গ্রহণ করেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ মাটি ও মানুষের নেত্রী বেগম রওশন এরশাদ এর বাসভবন (সুন্দরমহল) দলীয় কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকাল ৩টায় আলোচনা সভা, বিকাল ৫টায় দোয়া মাহফিল ও সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠানের আয়োজন হয়েছে।