ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চিহিৃত চোর ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিক্সা, একটি মোটরসাইকেল ও সোয়া কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়াসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাইরোধে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর অবস্থানে। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ডিবি পুলিশ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীদের গ্রেফতারে নিয়মিত অবিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিন চিহিৃত চোর ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার র্ফোসসহ নিভাগীয় নগরীর চরঝাউগড়া থেকে একটি চোরাই অটোরিক্সা ও চোরাই মোটরসাইকেলসহ আলোচিত ও চিহিৃত তিন চোরকে গ্রেফতার করে। তারা হলো, সারোয়ার হোসেন, মিলন মিয়া ও আরিফুল ইসলাম। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার র্ফোসসহ গফরগাঁওয়ের বারইল পুলপাড় থেকে সোয়া কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বৃহ¯প্রতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।