১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ গলগন্ডা ঢোলাদিয়া জেলখানা চর ভুমিহীন সমিতির উদ্যোগে জহিরুল হক খোকা ও আমিনুল হক শামীম এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।।
১, জানুয়ারি, ২০২১, ৮:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ময়মনসিংহের অবতি আমিনুল হক শামীমের আশু রোগমুক্তি কামনায় গলগন্ডা ঢোলাদিয়া জেলখানা চর ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে আজ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে হ্নদরোগে আক্রান্ত অ্যাডভোকেট জহিরুল হক খোকা, আমিনুল হক শামীম সহ সকল করোনাক্রান্তদের জন্য দোয়া করা হয়।গলগন্ডা ঢোলাদিয়া চর জেলখানা ভূমিহীন সমিতি লি: (রেজি নং-১৪৯)এর উদ্যোগে অনুষ্ঠিত

দোয়া ও মিলাদ মাহফিলে সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির,সহ-সভাপতি মো: আবু তাহের,যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হোসেন কমল , বাবুল মিয়া,মো: দিলু, তথা প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মো:রাকিবুল ইসলাম,রাশিদা,রতন,জ্যোতি,মো: রতন মিয়া পার্বতী,ইয়াসিন,

কাদির,বিপুল,রুমা রানী,আশিকুল, আবু তাহের, ফজলু মিয়া মো: আ: হান্নান,আকাশ,প্রদীপ,সালেহা,খোকন,হামিদুল, ইতি,তারা বানু, ইভা,আয়েশা প্রমূখ উপস্থিত ছিলেন।