শামীম খান গৌরীপুরঃ
স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকর্ী উপলক্ষে শুক্রবার বিকালে পৌর শহরে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, নতুন কমিটির পরিচিত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও মুক্তিযোদ্ধাদেও ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপঢৌকন দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক এইচএম খায়রুল বাসার, সাবেক সভাপতি ম নূরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, বেগ ফারুক আহম্মদ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাবিব উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আজিজুল হক প্রমুখ।