স্টাফ রিপোর্টারঃ
"এসো দূর করি শীতার্ত মানুষের কালু রাত,তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত"
মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, তবে আর এই সুযোগ হারানো নই মোরা পাত্র।
কিশোরগঞ্জ খিলপাড়া,,
প্রগতি যুব সংস্থা'র উদ্যোগে ১লা জানুয়ারি অসহায় ও শীতার্ত ২১০ জন মানুষকে উষ্ণ ভালোবাসা উপহার দিয়েছে প্রগতি যুব সংস্থার সদস্য ।
শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে আজ নিজেদের জন্ম কে ধন্য মনে করেন বলে জানিয়েছে প্রগতি যুব সুংস্থা'র সদস্যা ও কমিটি বৃন্দ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান হলুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, ৮ নং মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, ৮ নং মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আহমেদ, প্রগতি যুব সংস্থা’র উপদেষ্টা মোঃ মোখলেছুজ্জামান ফরহাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রগতি যুব সংস্থা'র এই উদ্যোগে সহযোগীতা করেন প্রবাসী ও এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী এবং অক্লান্ত পরিশ্রম করেন ও কষ্টার্জিত অর্থ দিয়েও সহযোগীতা করেন প্রগতি যুব সংস্থা'র সদস্য ও কমিটি বৃন্দ।
প্রগতি যুব সংস্থার উপদেষ্টা, মোঃ মোখলেচ্ছুজ্জাম ফরহাদ তার বক্তবে বলেন,, জীবন যত দিন আছে সমাজের উন্নায়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন আয়োজন প্রতিনিয়ত করে যাবো ইনশাল্লাহ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল