১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ নগরীতে সড়ক প্রশস্ত না হলে যানজট সমস্যা নিরসন সম্ভব নয়। বেড়েছে মানুষ বেড়েছে যানবাহন ।
২, জানুয়ারি, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ নগরে বেড়েছে মানুষ বেড়েছে যানবাহন বেড়েছে জনভোগান্তিও বিভাগীয় নগরী ময়মনসিংহ যেন পরিণত হয়েছে অটো জটের নগর। নগরীর ফুটপাত দখল যত্রতত্র পার্কিং । নগরীর ভেতর দিয়ে রেলক্রসিং অবৈধ ব্যটারি চালিত অটোরিকশা অটো বাইকের দৌরাত্মের কারনে জনভোগান্তি ক্রমসই বাড়ছে তবে যানজট নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলে দাবি করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও প্রশাসন ময়মনসিংহ নগরীতে প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয়

পাটগুদাম ব্রীজ মোড় চরপাড়া মোড় রেলস্টেশন মোড় গাংগীনার পাড় মোড় নতুন বাজার মোড় জিলা স্কুল মোড় টাউন হল মোড় সানকিপাড়া রেলক্রসিং পুরাতন ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড সি কে ঘোষ রোড এলাকায় পুরোনো ও ঐতিহ্যবাহী নগরীতে মানুষের চাপ বাড়লেও তুলনায় সড়ক গুলো প্রশস্ত হয়নি অন্তত ২০ বছরেও । যত্রতত্র পার্কিং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্যর কারণে প্রতিনিয়ত বাড়ছে যান জটের তীব্রতা দখল হয়ে গেছে সড়কের ফুটপাত শুধু সড়কে সমস্যা নয় নগরীতে থাকা রেলক্রসিংয়ের জটে পড়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে । ঢাকা -ময়মনসিংহ , ময়মনসিংহ , – জামালপুর , ময়মনসিংহ – ভৈরব , ময়মনসিংহ – দেওয়ানগঞ্জ সহ বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল করে থাকে ট্রেনগুলো ময়মনসিংহ জংশন প্রবেশ করতে নগরীর সানকিপাড়া, সিকে ঘোষ রোড সাহেব আলী রোড বাঘমারা পুরাতন মেডিকেল গেইট পাটগুদাম আলীয়া মাদ্রাসা , ফুলবাড়িয়া বাস ষ্ট্যান্ড সহ অন্তত ২২ টি রেলক্রসিং অতিক্রম করতে হয়।

রেলক্রসিং গুলোতে ট্রেন যাওয়ার অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষ ও রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও যানজটে প্রতিদিন কর্মজীবি মানুষ নির্ধারিত সময়ে অফিসে পৌছাতেও বিলম্ব হয় এদিকে নগরীর প্রতিটা রাস্তাই যেন সড়ক ও জনপদ বিভাগের । এবং নগরীর সড়ক প্রশস্ত না হওয়ায় এমনকি অটোরিকশার দৌরাত্ম্য না কমায় জেলা ট্রাফিক পুলিশ সর্ব প্রকার চেষ্টা করেও যেন কাংক্ষিত যানজট নিরসন করতে পারছে না । এদিকে ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান মাহবুব মন্তব্য করতে গিয়ে বলেন গত ২৫ বছরে নগরীতে মানুষ ও যানবাহন বেড়েছে রাস্তা বাড়েনি বা কোন প্রকার রাস্তা প্রশস্ত হয়নি এর মধ্যে নগরীতে ৭ থেকে ৮ হাজার ব্যাটারী চালিত অটোরিকশা নেমেছে সরু সড়কের দুই পাশে বসছে ভ্রাম্যমান অবৈধ বিভিন্ন ধরনের দোকান । এসব কারনে যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন হিমসিম খেতে হচ্ছে । ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান মাহবুব বলেন নগরীর যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন ১১০ জন সদস্য যথাযথ দায়িত্ব পালন করছে কিন্তু সরু সড়ক ও অবৈধ দোকান সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থর অন্তরায় হয়ে দ্বাড়িয়েছে । সড়ক প্রশস্ত না হলে এ সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব না