স্টাফ রিপোর্টার: ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে ময়মনসিংহ জেলা, মহানগর, সদর উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসভবন( সুন্দর মহলস্থ) দলিয় অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম থোকন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খাগডগহর থেকে সুন্দর মহলে এসে জাতীয় পার্টির কর্মসূচীতে যোগদান করেন।
উল্লেখ্য জাতীয় পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অালোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল ও অালোক সজ্জার ব্যবস্থা করা হয়।সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল