স্টাফ রিপোর্টার:
আজ ১২-০১-২০২১ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ী এলাকায় মানবতার সেবায় সদা জাগ্রত সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন "আব্দুল কদ্দুস ফাউন্ডেশন" এর উদ্যোগে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
" আব্দুল কদ্দুস ফাউন্ডেশন" এর নির্বাহী পরিচালক রনি রাসেল এর সক্রিয় উপস্থিতিতে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সহায়তায় শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও
"আব্দুল কদ্দুস ফাউন্ডেশন" অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহাযতা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
এছাড়াও গৃহহীনদের জন্য গৃহনির্মান,প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সুপেয় পানির জন্য টিউবওয়েল নির্মাণ সহ বহুবিধ জনহিতকর কাজ করে ইতিমধ্যেই আব্দুল কদ্দুস ফাউন্ডেশন ময়মনসিংহ অঞ্চলে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আব্দুল কদ্দুস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিও ১৯ এর সত্বাধিকারী গণমাধ্যমকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই
"আব্দুস কদ্দুস ফাউন্ডেশন " গঠিত হয় এবং সমাজের যে কোন মানবিক কাজে অামরা সদা জাগ্রত রয়েছি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল