১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান।।১১ টি মামলা ও অর্থদন্ড আদায়।।
১৭, জানুয়ারি, ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

আজ ১৭-০১-২০২১ রবিবার,

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্ত মোঃ আরিফুর রহমান স্যার এর নেতৃত্বে আজ নগরীর বিজয় মোড় থেকে বড় কালি বাড়ি রোড পর্যন্ত বিভিন্ন দোকানের সামনে যত্রতত্র ময়লা আবর্জনা থাকার কারণে মোট ১১ টি মামলা করে বিভিন্ন অংকের অর্থদণ্ডে দণ্ডিত করেন।


এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর হতে রাত ১০:০০ পর্যন্ত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে এবং প্রতিটি দোকানে অবশ্যই ঝুড়ি রাখতে হবে।
ইনশাআল্লাহ ময়লা থাকবে চোখের আড়াল,দেখবো আমরা পরিষ্কার সকাল।


মসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আরিফুর রহমান পরিচালিত অদ্যকার অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসিকের বর্জ্য কর্মকর্তা মহব্বত অালী,চীফ সুপারভাইজার মো: রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ মসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।