স্টাফ রিপোর্টার:
আজ ১৭-০১-২০২১ রোজ রবিবার দুপুরে
রুপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)ময়মনসিংহের নব-নির্বাচিত কমিটি'র নেতৃবৃন্দ মময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু'কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উপহার হিসেবে রুপালী ব্যাংকের নববর্ষের ক্যালেন্ডার প্রদান করেন।
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ময়মনসিংহের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন,আমরা আশা করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে আপনাদের নিরলস প্রচেষ্টায় রুপালী ব্যাংক উত্তোরত্তর প্রবৃদ্ধি অর্জন ও গ্রাহক সেবায অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।
মসিক মেয়র ইকরামুল হক টিটুর সাথে শুভেচ্ছা বিনিময় কালে রুপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ)ময়মনসিংহের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ লিংকন, রঞ্জিত, আজিজুল হক ও মিজানুর রহমানসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল