আজ খাগডহর হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা পল্লীমাতা ব রওশন এরশাদ এমপি মহোদয় ও ময়মনসিংহ সিটি করর্পেরেশন জননন্দিত সুযোগ্য মেয়র মোঃ ইকরামুল হক টিটু.........।
উদ্ভোধনে আরো উপস্থিত ছিলেন আমাদের এম পি মহোদয়ের প্রতিনিধি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি তৃনমূল সংগঠক জননেতা জাহাঙ্গীর আহমেদ, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রক, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শরীফুল ইসলাম খোকন , ১নং ওয়ার্ড এর বার বার সফল কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু , মহিলা কাউন্সিলর মোছাঃ সেলিনা খাতুন , ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার , ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি শাফিউল আলম বিপ্লব,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম লিটন, মহানগর জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ বাদশা মিয়া,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্বনাব,ও শিক্ষক বৃন্দ ও অত্র এলাকার গুণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রমূখ নেতৃবৃন্দ ।
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল