৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ময়মনসিংহে পুলিশ সুপার শাহ আবিদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন
২৮, অক্টোবর, ২০১৯, ৫:৪৪ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন. কমঃ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)পদে পদোন্নতি পেয়েছেন।

(২৮ অক্টোবর’১৯) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
এখবর ছড়িয়ে পড়লে মুহূর্তে ময়মনসিংহ জেলা পুলিশে আনন্দের জোয়াড় উঠে। জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেনকে অভিনন্দন জানান।
ময়মনসিংহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী ওসি মাহমুদুল ইসলাম, ডিবি ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক বিভাগের টি আই প্রশাসন কাজী আসাদুজ্জামান, নিজ নিজ  ফেসবুক আইডিতে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে অভিনন্দন জানায়।
একই প্রজ্ঞাপনে আরও ৮ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়। এতে ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার মঈনুল হকও রয়েছেন। তিনি বর্তমানে যশোহর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।