মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির ঐচ্ছিক তহবিল থেকে মেয়ে বিবাহের জন্য টাকা অনুদান প্রদান করা হয়। ২ ৮ অক্টোবর সোমবার সকালে ঠাকুরগাঁও-২ আসনের এমপির বাসভবনে নগদ অর্থ প্রদান করেন – ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের কায়েস মোহাম্মদকে নগদ টাকার অনুদান দেওয়া হয়। কায়েস মোহাম্মদের কন্যা ইয়াসুনুর আক্তারের বিয়ের জন্য এ অনুদান দেওয়া হয়েছে বলে জানা যায়। এর আগে ২৫ অক্টোবর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর মকরডাঙ্গা গ্রামের শ্রী হরিলাল চন্দ্রের কন্যা কৃষ্ণা রানীর বিয়ের জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ বিষয়য়ে কথা বললে মাজহারুল ইসলাম সুজন দৈনিক বাংলার আলোকে জানান, অসহায় দরিদ্র মানুষের পাশে এমপি ও তার পরিবার সব সময় রয়েছে। আগামিতেও থাকবে বলে মন্তব্য করেন।