ময়মনসিংহ অফিস : ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল এবং সামাজিক- -সাংস্কৃতিক -স্বেচ্ছাসেবী সংগঠন-সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত সিটিজেন এডুকেশন ফোরাম, ময়মনসিংহ এর উদ্যোগে গত ১৭ জানুয়ারি ২০২১ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য সরকার কোভিড-১৯ এর যে ভ্যাক্সিন বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি নিয়ে অপপ্রচার রোধে জনসচেতনতা,টিকা প্রদানের তালিকা তৈরি, টিকা বিতরণে স্বচ্ছতা প্রণয়ন ও মসিকের ওয়েবসাইটে টিকাগ্রহীতার নাম প্রদর্শনের দাবীতে সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মসিক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে সিটিজেন এডভোকেসি ফোরাম ময়মনসিংহ এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ,দপ্তর সম্পাদক তাসনিম তিথি ও সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু স্মারকলিপি গ্রহণ করেন এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এইচ কে দেবনাথ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। মেয়র টিটু এডভোকেসি ফোরাম কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসে টিকা প্রদানের জন্য মসিক কর্তৃপক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে এবং তালিকা তৈরি ও টিকা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবে।
পরবর্তীতে উক্ত বিষয়ের আলোকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় সিটিজেন এডুকেশন ফোরাম ময়মনসিংহের উদ্যোগে গত ১৯ জানুয়ারি ২০২১ এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু একাত্মতা পোষণ করেন এবং তার পক্ষে উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল অংশগ্রহণ করেন।
সিটিজেন এডভোকেসি ফোরাম ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিএএফ সহ-সভাপতি মাহবুব আলম, বিএনপির সাবেক
কোষাধ্যক্ষ ও সিএএফ সদস্য রতন আকন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সিএএফ সদস্য ফরিদা ইয়াসমীন পারভীন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ও সিএএফ সদস্য অধ্যাপিকা দিলরুবা সারমীন, সিএএফ যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি, জাতীয় পার্টির প্রতিনিধি ও সিএএফ যুগ্ম সাধারণ শরীফ উদ্দিন, যুব মহিলা লীগ নেত্রী ও সিএএফ সাংগঠনিক সম্পাদক শারমীন আক্তার লাকি, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও সিএএফ দপ্তর সম্পাদক তাসনিম তিথি,স্বাবলম্বী উন্নয়ন সমিতি ময়মনসিংহের ব্যবস্থাপক ও সি এ এফ এর সহ-সভাপতি মনোয়ারুল সেলিম, দৈনিক জাহান এর স্টাফ রিপোর্টার ও সিএএফ সদস্য সাংবাদিক রাশিদ আহমেদ নিসর্গ সহ সিটিজেন এডভোকেসি ফোরাম এর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিষেধক টিকা প্রদানে জনসচেতনতা বৃদ্ধি , তালিকা প্রণয়ণ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, ময়মনসিংহ রিজিওনের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও রিজিওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল সেমিনারে উপস্থিত হয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, সরকার করোনার টিকা প্রদানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে এবং টিকা নিয়ে কোন ধরনের গুজব যাতে কেউ না ছড়াতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তিনি এও বলেন আমি সরকারের নিকট দাবী জানাই, সরকার যেন আমাকে প্রথম টিকাটি প্রদান করে যাতে অন্যরা আশ্বস্ত হতে পারে। জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রতন আকন্দ বলেন, আমরা আশা করি সরকার দল-মত-নির্বিশেষে স্বচ্ছতার ভিত্তিতে করোনা টিকা প্রদান করবেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল বলেন, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মসিক মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে করোনা টিকা প্রদানের জন্য তালিকা তৈরি ও বিতরণ সহ সকল পর্যায়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণে বদ্ধপরিকর।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও করোনা ভাইরাসের টিকা প্রদানের জন্য তালিকা তৈরি, বিতরণ সহ সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ সহ কাউন্সিলরদের কার্যালয়েও তালিকা টাঙ্গানোর অনুরোধ জানান।