- বিরোধীদলীয় নেতা
ঢাকাঃ শুক্রবার, ২২ জানুয়ারি -২০২১
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডেতে এক ম্যাচ বাকী রেখেই দারুন সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। জাতীয় ক্রিকেট দল সুস্পষ্ট আধিপত্য বজায় রেখে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি গর্বিত।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।
ধন্যবাদান্তে,
মোঃ মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল