তথ্য প্রতিদিন - ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় যেন কাঁপছে গোটা দেশ। এতে বিপর্যস্ত জনজীবন।
ভোর থেকে প্রচণ্ড কুয়াশায় ঢাকা প্রকৃতি। কোথাও কোথাও তা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে। সাথে আছে হিম বাতাস। এতে জবুথবু মানুষ। বেশি বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়ারা।
কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। প্রভাব পড়েছে ঘাটগুলোতেও। মাঝরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং শরীয়তপুর-চাঁদপুরে রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। যাত্রী আর যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকাও আছে কয়েকটি ফেরি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল