গতকাল ২৪ জানুয়ারি রবিবার ময়মনসিংহ রেঞ্জ
ডিআইজি অফিস পরিদর্শন আসেন এস এম রুহুল আমিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি), এস এম রুহুল আমিন । এরপর, তিনি ময়মনসিংহে বিভাগীয় স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য জমি নির্বাচন করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর, ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ রেঞ্জে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা । সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ । অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা ও পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা সহ ময়মনসিংহ রেঞ্জের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় অতিরিক্ত আইজিপি পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের কথা শোনেন এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।