১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান || ১৪ দপ্তরে পত্র পেরণ
২৫, জানুয়ারি, ২০২১, ৫:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (২টি অভিযান, ১৪ দপ্তরে পত্র প্রেরণ) করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের যোগসাজশে রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, চট্টগ্রাম কাস্টম হাউজের কতিপয় কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং অসাধু আমদানীকারক পরস্পর যোগসাজশে কম রাজস্বের এইচএস কোড উল্লেখ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করছেন এবং নথি গায়েব বা স্বাক্ষর জাল করার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ক্ষতিসাধন করছেন। তৎপ্রেক্ষিতে, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে ২৪ জানুয়ারী রবিবার এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিসমূহ সংগ্রহ করে। সংগৃহীত তথ্যাবলি বিশ্লেষণপূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক কর্মকাণ্ডে অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ অপর একটি অভিযান পরিচালিত হয়েছে। তথ্যানুসন্ধানকালে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে টিম কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।