১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে কে এম বি ব্রিক ভাটায় মোবাইল কোর্ট–১ লাখ টাকা জরিমানা
২৫, জানুয়ারি, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশরী এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ইট তৈরি, পরিবেশ দূষণের অভিযোগে কে এম বি ব্রিক ভাটার মালিক মোশারুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

রবিবার (২৪ জানুয়ারী) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বন ও পরিবেশ বিভাগের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান প্রমুখ।  ঠাকুরগাঁও জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় শতাধিক ইট ভাটা থাকলেও বৈধ কাগজপত্র রয়েছে ৩-৪টির।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী জানান, ইটভাটা আইন ভঙ্গ করে কয়লার পরিবর্তে কাঠ পুড়ানোর অপরাধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঐ প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই অঙ্গীকার ভঙ্গ করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানান তিনি।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।