শামীম খান,গৌরীপুরঃ
৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি’র নৌকা প্রতীকের বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহন করায় দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ) ও আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ) কে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া নৌকার বিরোধিতা করায় পৌর যুবলীগের সভাপতিসহ স্থানীয় আরও সাত আওয়ামীলীগ নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরে ধান মহাল এলাকায় নৌকার নির্বাচনী পথসভায় দল থেকে বহিস্কৃত নেতাদের নাম ঘোষণা করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম।
দলীয় পদ থেকে বহিস্কৃতরা হলেন, গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ), কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেনু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতি মিয়া ও সাধারণ সম্পাদক তপন সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল