তথ্য প্রতিদিনঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ওসি হিসাবে
মোহাম্মদ দুলাল আকন্দ আজ ২৭ জানুয়ারি যোগদান করবেন। তিনি ২০১৭ সালে কোতোয়ালী মডেল থানায় এসআই হিসাবে সুনামের সহিত চাকুরি অবস্থায় পদ্দোন্নতি লাভ করে সিলেট জেলার বিশ্বনাথ থানায় ওসি তদন্তের দায়িত্বে যোগদান করে। সেখানে ও রয়েছে সুনাম। পরবর্তীতে বদলি সুত্রে আবারও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ইন্টেলিজেন্স এন্ড কমিনিটি পুলিশিং অফিসার হয়ে যোগদান করেন।বিশ্ব মহামারি করোনা ভাইরাস কোভিট ১৯ মোকাবেলা ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পান। করোনার ২য় ঢেউ মোকাবেলার পাশাপাশি ব্যাস্ততম নগরীর বানিজ্যিক এলাকায় আইনশৃংখলা রক্ষা সহ অপরাধ দমন ক্ষেত্রে ৬/৯/২০২০ সালে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার ২৬/১/২০২১ সালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম (সেবা),জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) তাকে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব প্রদান করেন। তিনি নেত্রকোনা জেলার কৃতি সন্তান। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল