স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় জেলা ডিবি পুলিশ ২৯ জানুয়ারী বিশেষ অভিযানে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন কে গ্রেফতার করেছে এসআই মো: কামরুল হাসান ।
গ্রেফতারকৃতরা মাদক ব্যাবসায়ী মো: নাঈম, মো: ইব্রাহীম খলিল, মো: রিয়াদ ইসলাম, মো: মিনহা ইসলাম রিফাত এবং অপর এক অভিযানে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম দশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: আবু জাফর, মো: মমিন উভয় সাং চরকালিবাড়ী থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (ওসি ডিবি'র) নির্দেশক্রমে এই বিশেষ অভিযান দুইশত দশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন কে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল