স্টাফ রিপোর্টার
‘সকলের উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইগাতীর রাধাবল্লভ সরকার প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে সকলের হাত পরিচ্ছন্ন থাক এ উদ্দেশ্যকে সামনে রেখে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।
এসব কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।