মারুফ হোসেন কমলঃ
যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আপনার ঝুড়িতে রাখুন, সংগ্রহ করার দায়িত্ব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর ।ঘরের ময়লা ঘরেই রাখুন সিটি কর্পোরেশনের নিদিষ্ট স্হানে সময় মত নিদিষ্ট জায়গাতে ফেলুন।
সোমবার ১ ফেব্রুয়ারী বিকালে নগরীর টাউন হল প্রাঙ্গন পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে রাত্রিকালীন বর্জ্য ব্যবস্হা কার্যক্রমের উদ্ধোধন করেন মেয়র ইকরামুল হক টিটু।
উদ্ধোধন পূর্ব মেয়র বলেন নগরের সকলস্তরের মানুষের কাছে আহবান জানান দিনের বেলাতে ময়লা আবর্জনা না ফেলে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে ময়লা ফেলবো পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলবো।
তিনি আরো বলেন সারাদিন কোন ময়লা আবর্জনা রাস্তা বা অন্য কোথাও দয়া করে ফেলবেন না । নিদিষ্ট স্হানে ময়লা আবর্জনা ফেলুন। ময়লা থাকবে চোখের আড়ালে দেখবে সবাই পরিচ্ছন্ন একটি সকাল। পরে তিনি সিটি কর্পোরেশনের গাড়ীতে বাদ্যযন্ত্র, গান বাজনার মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রচার প্রচারনা করেন । এ সময় পরিচ্ছন্ন কর্মীরা স্টিকার, লিফলেট বিতরন করেন। প্রচারনায় অংশনেন প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, শামীমা আক্তার, প্রধান নিবার্হী কর্মকর্তা আনোয়ার হোসেন, সকল কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগন ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল