ময়মনসিংহ অফিস: সিটিজেন এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ- এর উদ্যোগে আজ ০২-০২-২০২১ মঙ্গলবার, বিকাল ৩ ঘটিকায় থানারঘাটস্থ শহীদদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি চত্বরে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
সিটিজেন অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সিএএফ ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সম্মানিত সদস্য ফরিদা ইয়াসমীন পারভীন,
অধ্যাপক দিলরুবা সারমিন,নূরজাহান মিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হোসেন মলি, দপ্তর সম্পাদক তাসনিম তিথি, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন, রায়হান আকন্দ,সদস্য মাহজাবীন জেবিন, ডিআই স্টাডি সার্কেলের সদস্য তানিয়া ইয়াসমিন, ডিআই রিজিউনাল কার্যালয়ের স্বপন রবিদাস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটিজেন এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ এর উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সিএএফ নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেন, আমরা এই শীতকালীন সময় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব।
শীতবস্ত্র গ্রহণকারীরা সিএএফ ময়মনসিংহের এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল