ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মুক্তাগাছা ও ফুলবাড়িয়া থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানা, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার মুক্তাগাছায় অভিযান পরিচালনা করে মহেশপুর থেকে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাফেজ আলী বেপারীকে গ্রেফতার করে। সে ঐ গ্রামের জাবেদ আলী বেপারীর ছেলে। এছাড়া এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়ায় অভিযান পরিচলনাকালে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কুশমাইলের (চান্দের বাজার) খোরশেদ আলমের ছেলে খাইরুল ইসলাম ও কুশমাইল পানের ভিটার আবু সাইদের ছেলে আতাউল ইসলাম সানি। তােেদর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।