২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৮, অক্টোবর, ২০১৯, ৯:১৫ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন. কমঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম লালন মিয়া। সে চর নীলয়িার সুলতান মিয়ার ছেলে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্সসহ সোমবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনকালে চরঈশ্বরদিয়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লালন মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলাশেষে আদালতে পাঠানো হয়েছে।