তথ্যপ্রতিদিন. কমঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম লালন মিয়া। সে চর নীলয়িার সুলতান মিয়ার ছেলে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্সসহ সোমবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনকালে চরঈশ্বরদিয়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লালন মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলাশেষে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল