এসএ টিভির নিয়মিত আয়োজন ‘গল্পকথা’ অনুষ্ঠানে আজ ৬ ফেব্রুয়ারি শনিবার অতিথি হিসেবে থাকবেন লেখক, গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী। অনুষ্ঠানে আসন্ন বইমেলায় রিজভী তার লেখা প্রকাশিতব্য নতুন বই ‘যে শহরে প্রেম নেই’ সম্পর্কে জানাবেন। এছাড়া ভালোবাসা দিবসে তার লেখা প্রকাশিতব্য নতুন গান ও শীঘ্রই প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’ সম্পর্কে বলবেন তিনি। অনুষ্ঠানের শেষার্ধে রিজভী তার প্রকাশিতব্য বই থেকে ‘যে শহরে প্রেম নেই’ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন। শাহীন মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কুমকুম লায়লা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল