তথ্য প্রতিদিন – সম’রে আম’রা শান্তিতে আম’রা সর্বত্র আম’রা দেশের তরে’ এ মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সে’নাবাহিনী পরিচালিত হচ্ছে। দেশের যে কোন ভ’য়ংকর পরিস্থিতেতে এগিয়ে আসে সে’নাবাহিনী।
নতুন খবর হচ্ছে, মা’র্কিন সে’নাবাহিনী প্রধানের আমন্ত্রণে যু’ক্তরাষ্ট্র সফরে রয়েছেন বাংলাদেশের সে’নাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
গণমাধ্যম এ পাঠানো
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আই’এসপিআর) জানায়, সে’নাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যু’ক্তরাষ্ট্র সফরকালে অফিস অফ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সাম’রিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেন।