২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলায় ৫৫ জনের মাঝে সমাজসেবার ক্ষুদ্র ঋণ বিতরণ
২৮, অক্টোবর, ২০১৯, ১০:০২ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যান মন্ত্রণালয়ের আওতায় ৫৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র চাষীদের মাঝে ১১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

২৮ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জনের হাতে ঋণের টাকা তুলে দিয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। পরে উপজেলা সমাজসেবা অফিসে সমাজসেবা অফিসার আলমগীর হোসেন বাকিদের মাঝে ঋণ বিতরণ করেন। এসময় ইউনিয়ন সমাজ কর্মী ফাতেমা খাতুন, বিল্লাল হোসেন ও মো. পারভেজসহ ঋণ গ্রহীতা ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র চাষীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন সমাজ কর্মী ফাতেমা খাতুন, বিল্লাল হোসেন ও পারভেজ জানান, গৌড়দ্বার পূর্বপাড়া সমিতির ২০ সদস্যের মাঝে ৫ লাখ টাকা, বড়ইতার এলাকার ১নং ও ২নং সমিতির ২০ সদস্যের মাঝে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা এবং দধিয়ারচর দক্ষিণপাড়া সমিতির ১৫ সদস্যের মাঝে ৩ লাখ ২৯ হাজার টাকা ঋণ বিতরণ হয়।