সারাদেশের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও ৭ ফেব্রুয়ারি রবিবার সিটি কর্পোরেশনের আওতাধীন তিনটি কেন্দ্রের (ময়মনসিংহ মেডিকেল কলেজে ০৮টি, সিএমএইচে ০৪ টি এবং পুলিশ হাসপাতালে ০১টি) মোট ১৩ টি বুথে করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে করোনা ভ্যাকসিন টিকা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু নিজে প্রদান করে উদ্ধোধন করেন ।
এছাড়াও একই কেন্দ্রে আরো টিকা নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসান , সিভিল সার্জন ডা. মসিউল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জল , ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচকে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক কুমার মজুমদার, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস, মেয়র সহকারী মো সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ফজলুল কবীর, কলেজ অধ্যক্ষ, স্বাচিপ সাধারন সম্পাদক ডা: হোসাইন গোলন্দাজ তারা, মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক সহ অন্যান্য কর্মকর্তাগন