শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পুরোহিতপাড়া নিবাসী বিজয় সরকার (৬৫) অসুস্থজনিত কারণে সোমবার (৮ ফেব্রæয়ারী) রাত ০১.২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। প্রয়াতের অন্তোষ্ট্যক্রিয়া ওই দিন সকাল ১০টায় গৌরীপুর পৌর শ্মশানে সম্পন্ন করা হয়েছে। পরলোকগমন কালে তিনি ২পুত্র, ২পুত্রবধূ, ৩নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দিরের সেবায়েত ও শ্রী শ্রী নরোত্তম সংঘের পরিচালক পরম বৈষ্ণব অভিরাম দাস অলক' শ্রী শ্রী নরোত্তম সংঘের সভাপতি সুবল সরকার' সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ' গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম' ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমরান মুন্সী' ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান'। ##
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল