১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে করোনার টিকা নিলেন এমপি নাজিম উদ্দিন
১০, ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মোক্তাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় এমপি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, অনেক বড় বড় দেশ এখনো ভ্যাকসিন পায়নি, আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এতে অনেকে আতংকে রয়েছেন। আমি আজ প্রথমে নিজেই এই নিয়েছি। যার কারণ সাধারণ জনগণ বুঝে উঠুক যে করোনার টিকা সবাই গ্রহন করতে পারে।