শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
টঙ্গীতে প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে। গতকাল ২৭শে অক্টোবর রবিবার টঙ্গীর পূর্ব আরিচপুর বৌ বাজার রেল লাইন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কল্যাণ সংস্থার সভাপতি শামীমা খানম।
প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা খান আশরাফুল ইস্লামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫,৫৬,৫৭ নং ওয়ার্ডের মহিলা নেত্রী মোছাঃ রাশিদা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কল্যাণ সংস্থার টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদিকা মোছাঃ দিপা আক্তার, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবু সালেহ মুসা (বাবু), আনন্দ টেলিভিশন এর প্রতিনিধি মোঃ মিরাজ শিকদার, দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আকন্দ, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি শেখ মোঃ রাজীব হাসান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি বসির আলম মাল, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ রায়হান আলী, মোঃ আল-আমিন, মোঃ জসিমউদ্দিন প্রমুখ।