ময়মনসিংহ অফিস: সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্ল্যাটফর্ম “মুক্ত বিহঙ্গ গ্রুপ” এর এডমিন প্যানেলের পরিচিতি ও পুরস্কার বিতরণী গতকাল ১২-০২-২০২১ শুক্রবার নগরীর দারুচিনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মুক্ত বিহঙ্গ গ্রুপের স্বপ্নদ্রষ্টা মো: সারোয়ার জাহান খানের জন্মদিন ফুলেল শুভেচ্ছায় কেক কেটে উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত বিহঙ্গ গ্রুপের এডমিন প্যানেলের অন্যতম সদস্য মাহমুদা হোসেন মলি ও লুৎফর রহমান রাসেল।
এডমিন প্যানেলের সদস্য মো: সারোয়ার জাহান খান,নূরুর নাহার শামীম,মাহমুদা হোসেন মলি,সৈয়দা মার্জিয়া,সাখাওয়াত হোসেন বাবু,ইভা জাহান,লুৎফর আলম রাসেল,
তাসলিমা মাহমুদ,জান্নাতুল রিনি প্রমুখ পরিচিতি সভায় বক্তব্য রাখেন।
পরবর্তীতে ফ্রি ডে পোস্টে বিজয়ী নাজমুন নাহার মনি,মির্জা সাব্বির,
বেলায়েত হোসেন,ফারহানা ফেরদৌসি,শামীম রফিকুল কে পুরস্কৃত করা হয়।
এরপর গ্রুপের সর্বোচ্চ লাইক ও কমেন্টস বিজয়ী সুব্রত কিশোর ভৌমিক শুভ্র,ফারহানা ফেরদৌসি, মৌসুমী,বেলায়েত হোসেন,ইসমাইল হোসেন,সুরাইয়া( মেঘকন্যা),
জোবায়ের মাহমুদ,নওশের ভুঁইয়া,মো: কাজিমুল পারভেজ বাপ্পি ও রোজী ইসলামকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
মুক্ত বিহঙ্গ গ্রুপের এডমিন প্যানেলের পরিচিতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তারা আগামীদিনেও ঐক্যের বন্ধনে অাবদ্ধ থেকে গ্রুপকে আরো কার্যকর ও অর্থবহ করার অঙ্গীকার ব্যক্ত করেন।