মারুফ হোসেন কমলঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এর শুভ উদ্বোধন ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল অদ্য বিতরণ করা হয়েছে। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতায় মিড ডে মিল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান মোছাঃ জিন্নাতুন নাহার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের এর নির্দেশে সকল স্কুলে মিড-ডে মিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মিড-ডে মিল বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।
উক্ত মিড-ডে মিল উদ্ধোধনী অনুষ্ঠানে কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গুরুত্বপুর্ণ বক্তব্যের মাধ্যমে মিড-ডে মিলের উদ্ভোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.লুৎফুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান,
বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহফুজা বেগম,প্রফেসর মোঃ ছিদ্দিকুর রহমান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান,সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম,সহকারী শিক্ষা অফিসার নাহিদা পারভীন, ১৯.২০.২১নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামিমা রহিম সহ স্কুলের সহকারী শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।