৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরে ফাইট ফর সাইট’র আলোচনা সভা
২৯, অক্টোবর, ২০১৯, ৭:৪৪ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শাপলা শালুক ফাইট ফর সাইট প্রকল্প’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর রাতে শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গরীবের বন্ধু, সমাজ সংস্কারক ও মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

আলোচনা সভায় শেরপুরের অসহায় দরিদ্র মানুষের চোখের বিভিন্ন রোগ বা সমস্যা সমাধানে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করাসহ ‘শাপলা শালুক ফাইট ফর সাইট প্রকল্প’র নামে ব্যাংক হিসাব খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া আগামী মহান বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর, ২০১৯ খ্রি. তারিখে শেরপুর শহরের শহীদ মিনার হতে ঐতিহাসিক কাটাখালি ব্রিজ পর্যন্ত অদম্য পদ যাত্রা সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শামীম হোসেন, মো. ইমাম হোসেন ঠান্ডু, আঞ্জুমান আলম, হিল্লোল সরকার, মো. আলফাজ উদ্দিন, এম এ হাকাম হীরা, সম্মা দত্ত, নাঈম রেদোয়ান রাতুল, মো. মোশারফ হোসেন, তুষার আল নূর, সুলতান গাজী শাহজাহান শাহ্ (প্রিন্স), মো. আস সাদিক সাদী প্রমুখ। বক্তারা জানান, অনুদান পাওয়ার পরেই বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় চক্ষু রোগীর তালিকা তৈরী করে, সুবিধা মত দিন তারিখে আনুষ্ঠানিক ভাবে চক্ষু সেবা ক্যাম্পেইন করা হবে। এসময় শেরপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ফাইট ফর সাইট-এর শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজিয়া সামাদ ডালিয়ার ফেইস বুক বন্ধু সুদূর অস্ট্রেলিয়ার সিডনী শহরের এক দাতা ব্যক্তি (স্বনামধন্য চিকিৎসক) দরিদ্র অসহায়দের চোখের ছানি ছাড়াও চোখের বিভিন্ন রোগের অপারেশনসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় পরিকল্পনা মোতাবেক এমন মহৎ কাজের গতি বাড়াতে পরামর্শ দেন। তাঁর পরামর্শ মোতাবেক ‘শাপলা শালুক ফাইট ফর সাইট প্রকল্প’র নামে ব্যাংক হিসাব খোলা এবং এই সেবামূলক কাজকে ত্বরান্বিত ও সফলতার সহিত সম্পন্ন করতে একটি কার্যকরী কমিটি গঠন করার লক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।