১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, সারা বাংলা সতর্কীকরন বিজ্ঞপ্তি
২৫, ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

সতর্কীকরন বিজ্ঞপ্তি
————————————
জনপ্রিয় অনলাইন পোর্টাল
” তথ্য প্রতিদিন “এর পরিচয় ও লোগো ব্যবহার করে সাংবাদিক নামধারী কতিপয় দুর্বৃত্ত ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে বলে অামাদের গোচরীভূত হয়েছে।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অামাদের অনলাইন নিউজ পোর্টাল এর সাথে যেসকল সাংবাদিক যুক্ত ছিলেন তাদের পূর্ববর্তী বছরের কার্ডের মেয়াদ ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে।
নতুন বছরে অামরা এখন পর্যন্ত কারো কার্ড নবায়ন করিনি।
সুতরাং অাপডেট
আইডি কার্ড ছাড়া কারো “তথ্য প্রতিদিন” এর পরিচয় গ্রহনযোগ্য নহে এবং কেউ অামাদের নাম ব্যবহার করে কোনরুপ অনৈতিক কাজে জড়িত হলে/ ভুয়া পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে “তথ্য প্রতিদিন” এর
নির্বাহী সম্পাদক সুমন চন্দ্র ঘোষ (মোবাইল-০১৭১২৪৬৯১৩৯) ও প্রকাশক মারুফ হোসেন কমল (মোবাইল-০১৯১৭৯২৫৩৭৫) কে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে
মারুফ হোসেন কমল
প্রকাশক
তথ্য প্রতিদিন