১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ব্রিজের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু
২৭, ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ব্রিজের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু

আজ সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও এলজিডির বাস্তবায়নে জেলখানা ফেরিঘাট হইতে সিরতা বাজার পর্যন্ত রাস্তায় ব্রহ্মপুত্র নদের উপর ৩৯০ মিটার একটি ব্রীজ বাস্তবায়নের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

 

এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহীদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: মোয়াজ্জেম হোসেন বাবুল এবং জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক প্রকৌশলী নুরুল আমীন কালাম এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে সিটি মেয়র ব্রীজটির দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন |