১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র ইকরামুল হক টিটু’র সাথে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ নেতৃবন্দের সাক্ষাৎ।।
২, মার্চ, ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস: বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ ১ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু’র সাথে সাক্ষাৎ করেন।

মেয়র ইকরামুল হক টিটু’র সাথে সাক্ষাতকালে নব-গঠিত ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম (সিরাজ) ও সাধারণ সম্পাদক সেক্সপিয়ার মাহমুদ (ওয়াকিল) -এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি: এমদাদুল হক (মিন্টু), আনিছুর রহমান হীরা,খাজা মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জনি,ফয়েজ অাহমেদ, রুহুল আমিন,ফয়সাল আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ শুভ,ইঞ্জি: আব্দুল মান্নান,বেলায়েত হোসেন,শামীম হোসেন নাহিদ,অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল,সাদেকুর রহমান বিদ্যুৎ,আসাদুজ্জামান নূর,দপ্তর সম্পাদক আশিকুর রহমান এরশাদ, প্রচার সম্পাদক আশরাফুল কামাল লিটন সহ কমিটির অন্যান্য নেতৃবন্দ।
বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে মেয়র ইকরামুল হক টিটু বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আগামী দিনে অসমান্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।