১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন ।
২৯, অক্টোবর, ২০১৯, ১০:২৬ অপরাহ্ণ -

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন ।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ  নির্দেশক্রমে এসআই(নিঃ) মাসুদ জামালী সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ইং ২৮/১০/১৯ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় গৌরীপুর থানাধীন কলতাপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), পিতা মৃত-বরকত আলী, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-তারাপুর, ২। উজ্জল মিয়া (২৮), পিতা মৃত-কাজিম উদ্দিন, মাতা-মোছাঃ তাহেরা বেগম, সাং-রামগোপালপুর রাজবাড়ী, উভয় থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।